বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আমরা সবাই তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তি আমাদেরকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গিয়েছে। প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারি না। কেনা কাটা থেকে শুরু করে ব্যবসা বানিজ্য সব এখন অনলাইন নির্ভর। আর অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে গুগলে মাই বিজনেস প্রোফাইল (My Business profile) থাকতে হবে। গুগল মাই বিজনেস প্রোফাইলের মাধ্যমে আপনার ব্যবসাকে সহজে সবার নিকটে তুলে ধরতে পারবেন। আপনি যদি লোকাল বা স্থানীয় ভাবে ব্যবসা বানিজ্য করতে চান, তাহলে গুগলে মাই বিজনেস প্রোফাইল থাকা আশু প্রয়োজন। মাই বিজনেস প্রোফাইল আপনার ব্যবসাকে সবার সামনে তুলে ধরবে এবং সবার নিকট পরিচিতি লাভ করবে। ফলে আপনার ব্যবসার কাস্টমার বৃদ্ধি পাবে এবং প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকে আমরা আলোচনা করবো কিভাবে একটি গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করা যায়।
গুগল মাই বিজনেস কি :
গুগল মাই বিজনেস গুগলের একটি প্রোডাক্ট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজে একটি ব্যবসায়িক প্রোফাইল তৈরি করে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই সাইটে আপনি ফ্রিতে একাউন্ট তৈরি করতে পারবেন এবং ফ্রি ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনার ব্যবসার প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। ওয়েবসাইটকে এসইও করে ভিজিটর এনে প্রোডাক্ট সেল করতে পারবেন। গুগল মাই বিজনেস হচ্ছে লোকাল বিজনেস কেন্দ্রিক। আপনি যদি লোকাল ভাবে বা স্থানীয় ভাবে বিজনেস পরিচালনা করতে চান তাহলে আপনার একটি গুগল মাই বিজনেস প্রোফাইল থাকতে হবে। অনলাইন বিজনেসের জন্য লোকাল ভাবে বিজনেস একটি ইফেকটিভ ওয়ে। আপনি যদি 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে আপনার কাস্টমার পেতে চান তাহলে গুগল ম্যাপে আপনার বিজনেস এড্রেস এড করতে হবে। তার জন্য গুগল মাই বিজনেস প্রোফাইল খোলা একান্ত আবশ্যক। তাই লোকাল বিজনেসের ক্ষেত্রে গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করা খুবই গুরুত্বপূর্ন ।
গুগল মাই বিজনেস ব্যবহারের প্রয়োজনীয়তা :
গুগল মাই বিজনেস পেজ ব্যবহারের প্রয়োজনীয়তা হচ্ছে এই সাইটের মাধ্যমে আপনার ব্যবসাকে সকলের নিকট তুলে ধরতে পারবেন। গুগলে এসে কেউ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলে সহজে সবাই তা দেখতে পাবে। আপনার প্রতিষ্ঠানে বা দোকানে কাষ্টমার আকৃষ্ট হবে, ভিজিটর বেড়ে যাবে এবং কাংখিত সেল করতে পারবেন। এছাড়া আরো কিছু প্রয়োজনীয়তা নিচে তুলে ধরা হলো।
1. গুগল থেকে 80 ভাগ মানুষ পন্য দ্রব্য ক্রয় করার জন্য সার্চ করে তথ্য জেনে নেয়।
2. গুগল থেকে তথ্য জেনে নিয়ে 30 থেকে 50 ভাগ মানুষ পন্য দ্রব্য ক্রয় করে থাকে।
3. ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা লোকালি ভাবে তথ্য জানার জন্য গুগলে সার্চ করে থাকে।
তাই আমরা গুগল মাই বিজনেসে একটি প্রোফাইল তৈরি করতে পারলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বা দোকানের পরিচিতি বাড়বে। এছাড়া গুগল ম্যাপে সাইটেশনের মাধ্যমে আমাদের ব্যবসার ঠিকানা সবার সামনে তুলে ধরতে পারবো। যা দেখে কাস্টমাররা সহজে আমাদের দোকানে আসতে পারবে।
গুগল My Business Profile কিভাবে তৈরি করবো :
গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করতে হলে আপনার একটি জিমেইল থাকতে হবে। এই জিমেইলের মাধ্যমে আপনার মাই বিজনেস একাউন্ট তৈরি করতে হবে। বিজনেস একাউন্ট তৈরী করতে হলে প্রথমে আপনাকে এই লিংকে প্রবেশ করতে হবে। লিংকটি হলো- https://www.google.com/business/ অথবা http://business.google.com/ লিংকটি কোন ব্রাউজরে লিখে প্রবেশ করলে নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। তার আগে আপনার জিমেইল দিয়ে লগিন করে নিতে হবে।
Google My Business Profile 1 :
এই ইন্টারফেসে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো Manage Now এ ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে Type your Business Name এর জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখুন। তারপর Add your Business to Google এ ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। তাতে Business Name এর জায়গায় আগের বিজনেস নেম লিখুন। ক্যাটাগরির জায়গায় আপনার ব্যবসা কোন ক্যাটাগরির তা সিলেক্ট করুন। তারপর NEXT বাটনে ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। তাতে আপনার ব্যবসার কোন স্টোর বা প্রতিষ্ঠান থাকলে Yes করুন, আর না থাকলে No করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। তাতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোন এলাকার মধ্যে তা সিলেক্ট করে দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। তাতে আপনার মোবাইল নম্বার দিন। আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউ আর এল লিখুন। আর না থাকলে I don’t have website এর পাশে টিক চিহ্ন দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। তাতে আপনার কান্ট্রি নেম, সঠিক এড্রেস, সিটি, পোষ্টাল কোড বসিয়ে Next বাটনে ক্লিক করুন। তারপর ভেরিফাইয়ের জন্য 14 দিন সময় নিবে। আপনার ঠিকানায় কোড সম্বলিত একটি চিঠি পাঠাবে। সেই চিঠিতে একটি কোড থাকবে। সেই কোড বসিয়ে ভেরিফাই করতে হবে। তারপর Continue বাটনে ক্লিক করুন।
তখন আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। তাতে Add Business Hours সেট করে দিতে হবে। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোন কোন দিন খোলা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে টাইম সেট করে দিতে হবে। তারপর Save বাটনে ক্লিক করুন।
তারপর Add Business Description এর ঘরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে দু’চার লাইন লিখতে হবে। তারপর Save বাটনে ক্লিক করুন। তারপর আপনার ফটো বা ব্যবসা প্রতিষ্ঠানের লোগো এড করে দিতে পারেন। তারপর Continue করুন। বাছ আপনার মাই বিজনেস প্রোফাইল মোটামুটি রেডি। এখন 14 দিন পর কোড পেলে কোডটি বসিয়ে সাবমিট করলে আপনার প্রোফাইল 100% কম্পিলিট হয়ে যাবে। এখন একটি ল্যান্ডিং পেজ দেখতে পাবেন। এখানে আপনি একটি সুন্দর লোগো, ব্যানার সেট করে একটি ওযেবসাইট তৈরি করতে পারেন।
আরোও পড়ুন :
কিভাবে ওয়েবসাইটকে অনপেজ এসইও করবেন
কিভাবে ওয়েবসাইটকে অফপেজ এসইও করবেন
শেষকথা :
পরিশেষে কথা হচ্ছে গুগল মাই বিজনেস লোকাল বিজনেসের জন্য খুবই ইফেক্টিভ ওয়ে। আপনি চাইলে গুগল মাই বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে একটি মাই বিজনেস প্রোফাইল (My Business profile) তৈরি করে আপনার ব্যবসাকে সংযুক্ত করে ব্যবসা পরিচালনা করতে পারেন। আপনার বিজনেস প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে সাইটেশন করে নিতে পারেন। সাইটেশন যদি নিজে করতে পারেন ভালো। আর যদি না পারেন কোন এসইও এক্সপার্ট কে দিয়ে করিয়ে নিবেন। সাইটেশন করলে গুগল ম্যাপ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোথায় তা কাস্টমারকে খোজে পেতে সহায়তা করবে। এককথায় গুগল আপনার ব্যবসার সার্বিক তথ্য কাস্টমারের কাছে তুলে ধরবে। তাতে আপনার প্রতিষ্ঠানের বা দোকানের কাস্টমার বাড়বে এবং প্রোডাক্ট সেল বৃদ্ধি পাবে।