আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা অনলাইনে কাজ করতে চান তাহলে আপনার একটি পোর্টফোলিও (Portfolio) থাকা জরুরী। কারন আপনার কাজের সেম্পল বা পোর্টফোলিও ছাড়া বায়ার আপনাকে কোন কাজ দিবে না। তাই অনলাইনে কাজের পূর্বশর্ত হচ্ছে কাজের সেম্পল বা পোর্টফোলিও থাকতে হবে। কাজের সেম্পল বা পোর্টফোলিও কাজের ধরন অনুযায়ী হয়ে থাকে। ধরুন, আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনাকে গ্রাফিক্স ডিজাইনের সেম্পল বা পোর্টফোলিও তৈরি করতে হবে। আবার যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের পোর্টফোলিও তৈরি করতে হবে। এসইও এক্সপাট হয়ে থাকেল এসইও এর পোর্টফোলিও তৈরি করতে হবে। আজকে আমরা আলোচনা করবো – পোর্টফোলিও কি ? এসইও পোর্টফোলিও (Portfolio) তৈরি করার নিয়ম সম্পর্কে ।
পোর্টফোলিও (Portfolio) কি :
পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের দক্ষতার সমষ্টি। আপনি যে কাজে পারদর্শী তার ডেমো বা নমুনাই হচ্ছে পোর্টফোলিও। আপনার যে কাজের স্কীল বা দক্ষতা রয়েছে সে কাজের পোর্টফোলিও তৈরি করে রাখতে হবে। বায়ার বা ক্লাইন্ট চাওয়া মাত্র আপনার পোর্টফোলিও তার সামনে উপস্থাপন করতে হবে। তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধরুন আপনি বিজনিস কার্ড তৈরি করতে পারদর্শী। তাহলে আপনাকে বিজনিস কার্ড এর সেম্পল বা পোর্টফোলিও তৈরি করে রাখতে হবে। ফাইবার বা আপওয়ার্কে গিগ তৈরি বা বিট করার সময় আপনার পোর্টফোলিও আপলোড করতে হতে পারে। প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যবহার করতে হবে। তাই আপনার কাজের সেম্পল বা নমুনাই হচ্ছে পোর্টফোলিও।
এসইও পোর্টফোলিও (Portfolio) তৈরি করার নিয়ম :
পোর্টফোলিও একেক জন একেক ভাবে তৈরি করতে পারেন। তবে পোর্টফোলিও সাধারনত দুই ভাবে তৈরি করা যেতে পারে। এক- ডোমেন হোস্টি ক্রয় করে ওয়েবাসইট তৈরি করার মাধ্যমে । দুই- গুগল ড্রাইভের মাধ্যমে। আজকে আমরা সহজে কিভাবে গুগল ড্রাইভের মাধ্যমে একটি পোর্টফোলিও তৈরি করা যায় তার নমুনা তুলে ধরবো।
My Portfolio ডেমো বা নুমনা নিচে দেওয়া হলো :
SEO PROJECT FOR : https://ictcorner.com/
WEBSITE URL : https://ictcorner.com/
TARGETED COUNTRY : BANGLADESH
Everything I did in the project :
- Increase traffic
- On page optimization
- Backlinks
- Rank specific keyword
- Website audit
- Competitor analysis
KEYWORD | PREVIOUS POSITION | PRESENT POSITION | SEARCH ENGINE |
ICT Corner | Out of 50 | 1st page SL No- 2 | |
Blog ictcorner | Out of 100 | 1st Page SL No- 1 | |
WEBSITE HEALTH :
WEBSITE | DA | PA | TB | QB |
https://ictcorner.com/ | 18 | 30 | 47 | 4 |
What I did to get the website rank :
- DO-FOLLOW BACKLINK
- TITLE OPTIMIZATION
- DESCRIPTION OPTIMIZATION
- HEADING OPTIMIZATION
- USE RELEVANT KEYWORD
- IMAGE ALT
- WEBSITE AUDIT
- COMPETITOR ANALYSIS
BEST REGARDS,
MUNJU
ADVANCED SEO EXPERT
উপরোক্ত নিয়ম অনুযায়ী গুগল ড্রাইভের ওয়ার্ড সিটের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করতে পারেন। পোরজেক্ট ফর এর জায়গায় আপনার ওয়েবাইটের নাম। ইউ আর এল এর জায়গায় আপনার ওয়েবসাইটের ইউ আর এল বসিয়ে দিবেন। TARGETED COUNTRY এর জায়গায় আপনি যে দেশের সে দেশের নাম বসিয়ে দিবেন। তারপর আপনার ওয়েবসাইট অডিট করে সকল তথ্য বসিয়ে দিবেন। শেষে আপনার নাম ও বিশেষত্ব বসিয়ে দিবেন। বাস সহজে আপনার একটি পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এখন গুগল ড্রাইভের লিংক আপনার বায়ারকে প্রোভাইড করতে পারেন।
আরো পড়ুন :
অনপেজ এসইও কি ? অনপেজ এসইও কিভাবে করবেন
অফপেজ এসইও কি ? অফপেজ এসইও কিভাবে করবেন
শেষকথা :
পরিশেষে কথা হচ্ছে অনলাইনে কাজরে ক্ষেত্রে পোর্টফোলিও (Portfolio) খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজের স্কীল বা পারদর্শীতা কেমন তা একমাত্র পোর্টফোলিওর মাধ্যমে জানা সম্ভব। তাই আপনার কাজের সেম্পল বা পোর্টফোলিও সুন্দর ভাবে তৈরি করতে হবে। যা দেখে বায়ার বা ক্লাইন্ট আকৃষ্ট হয়। তাতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বায়ার খুশি হলে আপনার কাজ বেশি বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?