Technical SEOTechnical SEO

এসইও এর গুরুত্বপূর্ন টপিক হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও (Technical SEO) একটি ওয়েবসাইটের প্রযুক্তিগত দিক অপটিমাইজ করে থাকে।টেকনিক্যাল এসইও অপটিমাইজ করা ছাড়া একটি ওয়েব সাইটকে র‌্যান্কিং করা সম্ভব নয়। তাই কোন ওয়েবসাইট তৈরী করার পর অনপেজ এসইও এবং অফপেজ এসইও করার সাথে সাথে টেকনিক্যাল এসইও করতে হবে। অনপেজ এসইও, অফপেজ এসইও এবং টেকনিক্যাল এসইও – এই তিনটি এসইও এর পাঠ সঠিক ভাবে অপটিমাইজ করতে পারলে যে কোন ওয়েবসাইট গুগলের ফাস্টপেজে আসবে এবং গুগলে র‌্যান্ক করবে। এই তিনটি এসইও এর মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে – টেকনিক্যাল এসইও কি এবং টেকনিক্যাল এসইও এর কাজ কি ? সে সম্পর্কে জানবো।

টেকনিক্যাল এসইও (Technical SEO) কি :

টেকনিক্যাল এসইও হচ্ছে সার্চ ইন্জিন অপটিমাইজেশনের প্রযুক্তিগত দিক। এখানে প্রযুক্তিগত দিক ফিক্স বা এসইও করতে হয়। যা একটি ওয়েবসাইটকে অর্গানিক ভাবে র‌্যান্কিং করতে সহয়তা করে থাকে। টেকনিক্যাল এসইও এর বিভিন্ন টার্ম রয়েছে। যেমন: রোবট ডট টিএক্সটি ফাইল, সাইট ম্যাপ, কেননিক্যাল ট্যাগ, সার্চ কনসল, ইনডেক্সিং ইত্যাদি। টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ন টার্ম। এ গুলোকে সঠিকভাবে ফিক্স বা অপটিমাইজ করাই হচ্ছে একজন টেকনিক্যাল এসইও এক্সপার্টের কাজ।

টেকনিক্যাল এসইও(Technical SEO) এর কাজ :

একটি ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও এর কাজ গুলো হচ্ছে :

1. ( Robots.txt File ) রোবট টেক্সট ফাইল সেটাপ করা :

2. (Sitemap) সাইট ম্যাপ সেটাপ করা :

3.( Canonicalization ) কেননিক্যাল ট্যাগ সেটাপ করা :

4. (Indexing) ইনডেক্সিং করা :

5. ( Schma Markup) স্কিমা মার্কাপ সেট করা:

6. (Mobile Friendly) মোবাইল ফেন্ডলি করা :

7. (Google Search Console) গুগুল সার্চ কনসোল সেটাপ করা:

8. (Website Speed optimization) ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করা :

9. (Multiple Languge ) মাল্টিপল ল্যাংগুয়েজ সেট করা :

10. ( Https ) এইচ টি টি পি এস সেট করা :

1. ( Robot.txt File ) রোবট ডট টেক্সট ফাইল সেটাপ করা :

রোবট ডট টি এক্স টি ফাইল একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ন। গুগুলের রোবট একটি সাইটে প্রবেশ করে কনটেন্টকে ইনডেক্স করে থাকে। আপনার সাইটে প্রবেশ করে কোন কনটেন্টকে ইনডেক্স করতে হবে আর কোন কনটেন্টকে ইনডেক্স করা যাবে না তা রোবট ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে সেট করে দিতে হবে। প্রশ্ন হচ্ছে রোবট ডট টিএক্সটি ফাইল কিভবে সেট করবেন। রোবট ডট টিএক্সটি ফাইল নিচের পদ্ধতিতে তৈরি করতে পারেন।

User-agent: *
Disallow: /wp-admin/
Allow: /wp-admin/admin-ajax.php

Sitemap: https://ictcorner.com/sitemap.xml

Robots.txt :

Robots.txt

উপরে ছবিতে দেখুন Yoast SEO টুলসের মাধ্যমে দেখানো হলো। উপরে শুধু সাইট নামের জায়গায় আপনার সাইটের নাম দিবেন এবং পাশে /sitemap.xml লিখে দিবেন। এছাড়াও আপনি অন্য ভাবে কাস্টমাইজ করে তৈরি করতে পারেন। তবে আমার কাছে এটাই ভালো মনে হয়। তাই Yoast seo plugin এর মাধ্যমে Robots.txt ফাইল সেটাপ করতে পারবেন।

2. (Sitemap) সাইট ম্যাপ সেটাপ Technical SEO এর ক্ষেত্রে গুরুত্বপূর্ন ধাপ :

সাইট ম্যাপ হচ্ছে একটি ওয়েব সাইটের কোথায় কি আছে তা একটি সাইট ম্যাপের মাধ্যমে জানা যায়। আর গুগুলের স্পাইডার বা রোবটের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো একটি সাইট ম্যাপের মাধ্যমে কোনো সাইটকে বা কন্টেন্টকে সহজে ইনডেক্স করতে পারে। একটি ম্যাপ আমাদেরকে যেমন দিক নির্দেশনা প্রদান করে থাকে তেমনি ওয়েবসাইটের সাইট ম্যাপও স্পাইডার বা রোবটকে দিক নির্দেশনা দিয়ে থাকে। ফলে কন্টেন্টকে সহজে গুগলের রোবট ইনডেক্স করতে পারে। একটি সাইটের র‌্যান্কিংযের ক্ষেত্রে সাইট ম্যাপ সেটাপ করা অত্যন্ত জরুরী। আপনি সার্চ কনসোলের মাধ্যমে সাইট ম্যাপ সেটাপ করতে পারবেন।

3. (Canonicalization) কেননিক্যাল ট্যাগ সেটাপ করা :

কেননিক্যাল ট্যাগ হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে যখন কোন প্রোডাক্ট দুই তিনটি একই রকমের হয়ে থাকে তখন কোনটাকে ইনডেক্স করতে হবে তা ক্যাননিক্যাল ট্যাগের মাধ্যমে সেটাপ করে দিতে হয়। মোটকথা কোন ওয়েবসাইটে ডুপ্লেকেট কন্টেন্ট থাকেলে ক্যাননিক্যাল ট্যাক সেটাপ করতে হয়। ধরুন আপনি টি-শাট বিক্রি করে থাকেন। একই রকমের টি-শার্টটির রং একটি লাল, একটি কাল, একটি হলুদ। এখন গুগল রোবট কোনটিকে ইনডেক্স করবে ? এই ক্ষেত্রে আপনাকে কেননিক্যাল ট্যাগ সেটাপ করে দিতে হবে। তবেই গুগুল সহজে আপনার কাঙখিত কন্টেন্টকে সহজে ইনডেক্স করতে পারবে।আপনি ইওস্ট এসইও বা র‌্যান্ক ম্যাথের মাধ্যমে কেননিক্যাল ট্যাগ সেটাপ করতে পারেন।

4. (Indexing) ইনডেক্সিং করা :

একটি ওয়েবসাইটের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে একটি ওয়েবসাইটেকে গুগুলের ফাস্ট পেজে নিয়ে আসা যায়। আর এ জন্য কি করতে হবে ? ওয়েবসাইটকে গুগলে ইনডেক্স করতে হবে। গুগুলে ইনডেক্স করা ছাড়া আপনার ওয়েবসাইটকে কেউ খোজে পাবে না বা কেউ দেখতে পাবে না। তাই একটি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগুলে ইনডেক্স করতে হবে। আর গুগুলে ইনডেক্স করতে হলে আপনাকে ওয়েব মাষ্টার টুলস বা বর্তমানে সার্চ কনসোলের মাধ্যমে আপনাকে ইনডেক্স করতে হবে। আপনার ওয়েবসাইটকে কিভাবে ইনডেক্স করবেন তা জানতে হলে এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন।

লিংকটি হলো : https://ictcorner.com/google-index/

5. (Schma Markup) স্কিমা মার্কাপ সেট করা :

স্কিমা মার্কাপ একটি এইচ টি এম এল কোড। এটা একটি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সেটাপ করতে হয়। আপনার ওয়েবসাইট কোন নিশের উপর বা আপনি কোন দিকটি হাইলাইট করতে চান তা স্কিমা মার্কাপের মাধ্যমে সেটাপ করে দিতে হয়। স্কিমা মার্কাপ সেটাপ একটি কঠিন প্রক্রিয়া এ বিষয়ে আপনাকে ভালোভাবে ‍বুঝে সেটাপ করতে হবে। আপনি নিজে পারলে ভালো। না পারলে কোন ডিভলোপারকে দিয়ে সেটাপ করে নিতে পারেন। অথবা ইউটিউবে অনেক ভিডিও পাবেন দেখে দেখে সেটাপ করতে পারেন।

6. (Mobile Friendly) মোবাইল ফেন্ডলি করা :

আপনার ওয়েবসাইট বা ব্লগসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা তা ভালো ভাবে চেক আপ করে নিতে হবে। আপনার সাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে মোবাইলে ভালো ভাবে দেখা যাবে না। বর্তমানে বেশির ভাগ ভিজিটর আসে মোবাইল থেকে। মোবাইল ইউজার ফ্রেন্ডলি না হলে কেউ মোবাইলে আপনার ওয়েবসাইটটি দেখতে পাবে না। আপনার সাইটে ভিজিটর আসবে না। ভিজিটর ছাড়া একটি ওয়েবসাইট বা ব্লগসাইটের কাংখিত উদ্দেশ্য সফল হবে না। ভিজিটর হলো ওয়েবসাইটের প্রান। প্রান ছাড়া যেমন দেহ চলতে পারে না তেমনি ভিজিটর ছাড়া একটি ওয়েবসাইট তৈরি অর্থহীন। তাই ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে।

7. Technical seo expert হতে হলে গুগুল সার্চ কনসোল(Google Search Console) সেটাপ করা শিখতে হবে :

গুগুল সার্চ কনসোল গুগুলের একটি ফ্রি সফটওয়ার। এই সফটওয়ার যে কেউ ফ্রিতে ব্যবহার করতে পারেন। এটি অত্যন্ত একটি কার্যকরি টুলস। এই টুলসের মাধ্যমে আমরা যে কোন ওয়েবসাইটকে ইনডেক্স করতে পারি। সাইট ম্যাপ তৈরি করতে পারি। সাইটে ভিজিটর কতজন আসছে, সাইটের সি টি আর কত, সাইট কততম পজিশনে আছে ইত্যাদি কাজ করতে পারি এবং জানতে পারি। এই সাইটটি ফ্রিল্যান্সারদের জন্য বড় পাওয়া। এই সাইটের জুরিমেলা ভার, যার তুলনা হয় না। অসাধারন অসাধারন একটি টুলস। এই সাইটে রেজিষ্ট্রেশন করে আপনি অসংখ্য কাজ করতে পারবেন।

8. (Website Speed optimization) ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করা :

ওয়েবসাইটের স্পিড একটি সাইটের জন্য অত্যাবশ্যক। স্পিড যত কম থাকে ততো ভালো। অর্থাৎ যত কম সময়ে সাইট লোড নিবে ততো ভালো। একটি ওয়েবসাইটের স্পিড 3 সেকেন্ডের নিচে থাকা উচিত। স্পিড যত বেশি হবে ততো বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যে সব ওয়েবসাইট লোড হতে সময় বেশি নেয় তাদের ভিজিটর হারানোর ভয় থাকে। তাই ওয়েবসাইটের স্পিট চেকআপ করে তা সঠিক ভাবে অপটিমাইজ করতে হবে। ওয়েবসাইট অফটিমাইজ করার বিভিন্ন টুলস রয়েছে। সে গুলোর মাধ্যমে স্পিড অপটিমাইজ করতে পারেন।

9. (Multiple Languge ) মাল্টিপল ল্যাংগুয়েজ সেট করা :

ওয়েবসাইটের প্রয়োজনে অনেক সময় ওয়েবসাইটে মাল্টিপল ল্যাংগুযেজ সেটাপ করতে হয়। মাল্টিপল ল্যাংগুয়েজ একটি প্রক্রিয়ার মাধ্যমে সেটাপ করতে হয়। মালটিপল ল্যাংগুয়েজ বিভিন্ন ভাষায় পরিবর্তন করতে পারবেন। ওয়েবসাইটে মাল্টিপল ল্যাংগুয়েজ সেটাপ করা থাকলে এক ক্লিকে নিজের দেশের ভাষা ব্যবহার করতে পারবেন। এটা আপনি দুই ভাবে করতে পারেন। এক, অটোমেটিক ভাবে। দুই, ম্যানুয়ালি ভাবে করতে পারেন। ম্যানুয়ালি ভাবে করাটা পারফেক্ট। ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন। দেখে দেখে মাল্টিপল ল্যাংগুয়েজ সেটাপ কররে নিতে পারবেন।

10. ( Https ) এইচ টি টি পি এস সেট করা :

https – এইচ টি টি পি এস সেটাপ করতে হলে আপনাকে SSL সার্টিফিকেট সেটাপ করতে হবে। SSL এভরিভিশন হচ্ছে Secure Sockets Layer . একটি ওয়েবসাইটে লিংকের সামনে http বা https থাকে। তবে https হতে হলে আপনাকে SSL সার্টিফেকেট যুক্ত করতে হবে। SSL সার্টিফিকেট যুক্ত করা হলে আপনার সাইট নিরাপদ। আপনার সাইট হেক করা বা হেক হওয়ার সম্ভাবনা কম থাকে। মোটকথা আপনার সাইটকে ব্যবহারকারীর নিকট আস্থাশীল করতে হলে SSL সার্টিফিকেট যুক্ত করতে হবে। তবেই আপনার ওয়েবসাইটটি সবার নিকট নিরাপদ হবে। SSL সার্টিফিকেট ডোমেন ক্রয় করার সময় কোম্পানীর নিকট থেকে যুক্ত করে নিবেন। তাহলে কোনো ঝামেলা পোহাতে হবে ন। নতুবা কোনো এসইও এক্সপার্ট দ্বারা করে নিতে হবে।

আরো পড়ুন :

কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন

কিভাবে আর্টিকেল এসইও করবেন

শেষকথা :

একটি ওয়েবসাইটে টেকনিক্যাল এসইও (Technical SEO) অপটিমাইজ করা অত্যাবশ্যক। টেকনিক্যাল এসইও সঠিক ভাবে করা না হলে আপনার ওয়েবসাইট বা ব্লগসাইট গুগুল র‌্যান্কে আসা অসম্ভব। তাই অনপেজ এসইও , অফপেজ এসইও সহ টেকনিক্যাল এসইও করতে হবে। আপনার যদি ওযেবসাইট বা ব্লগসাইট থেকে থাকে উপরোক্ত কাজ গুলো সঠিক ভাবে অপটিমাইজ করতে হবে। যদি নিজে পারেন ভালো আর যদি নিজে না পারেন কোনো ডিভলোপারকে দিয়ে করে নিতে হবে। মনে রাখবেন সঠিক ভাবে এসইও ছাড়া গুগুলের ফাস্টপেজে কখনো আসা যাবে না।এতক্ষন সংগে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *