ওয়েবসাইটে ইওস্ট এসইও (Yoast SEO) প্লাগিনের ব্যবহার

Yoast SEO

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের প্লাগিনের ব্যবহার হয়ে থাকে। ইহার মধ্যে ইওস্ট এসইও (Yoast SEO) প্লাগিন অন্যতম। প্লাগিন একটি ওয়েবসাইটকে গুগলে র্যান্ক করতে সহায়তা করে থাকে। প্লাগিনের মাধ্যমে একটি ওয়েবসাইটে অনেক বিষয় বা তথ্য সহজে এড করা যায়। যা অন্য কোন ভাবে এত সহজে এড করা যায় না। এই প্লাগিনের মাধ্যমে আমরা তার সুফল ভোগ করে থাকি। বিশেষত ইওস্ট এসইও এবং র্যাংক ম্যাথ এই দুইটি প্লাগিনের ব্যবহার বেশি হয়ে থাকে। কারন এই দুটি প্লাগিনের মাধ্যমে সহজে গুগলে যে কোন ওয়েবসাইটকে ইনডেক্স করা যায়। এছাড়া যে কোন পেজকে সহজে অনপেজ এস ই ও করা যায়।

ইওস্ট এসইও প্লাগিন কি :

ইওস্ট এসইও প্লাগিন হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন। ইহার সাহায্যে সহজে কোন ওয়েবসাইটকে গুগলে ইনডেক্স করে র‌্যান্ক করানো যায়। ওয়ার্ডপ্রেস একটি পুপলার সি এম এস ওয়েবসাইট। যেখানে খুব সহজে কাস্টমাইজ করে মনের মতো করে ওয়েবসাইট তৈরি করা যায়। আর এই ওয়েবসাইটকে সহজে অপটিমাইজ করার মূল ভূমিকা পালন করে থাকে ইওস্ট এসইও প্লাগিন। এই প্লাগিনটি ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে দারুনভাবে সহযোগিতা করে থাকে। ইওস্ট এসইও প্লাগিনের বিভিন্ন ফিচার রয়েছে সে গুলোর মাধ্যমে ফুললি ভাবে একটি ওয়েবসাইটকে এসইও কার হয়ে থাকে।

ইওস্ট এসইও (Yoast SEO) প্লাগিনের ব্যবহার :

ইওস্ট এসইও প্লাগিনের ব্যবহার করতে হলে প্রথমে আপনার ওয়েবসাইটকে ওপেন করে ব্যাকেন পেজে বা ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর আপনার সাইটের ড্যাশবোর্ডের ডান পাশে প্লাগিনে ক্লিক করুন। তারপর Add new এ ক্লিক করুন। তখান নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন।

SEO Plugin :

Yoast SEO

এই ইন্টারফেসে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো সার্চ বক্সে Yoast SEO লিখে সার্চ করলে ইওস্ট এসইও প্লাগিন দেখতে পাবেন। তারপর লাল বৃত্তে Instol Now বাটনে ক্লিক করুন। তারপর Active করুন। তখন আপনার ড্যাশবোর্ডে দেখবেন ইওস্ট এসইও প্লাগিন যুক্ত হয়ে গেছে। এবার ড্যাশবোর্ডের Yoast SEO তে ক্লিক করুন। তখন নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন।

Plugin :

Plugin

Yoast SEO তে ক্লিক করলে নিচের দিকে লাল ঘরে General, Search Appearance, Social, Tools সহ ইত্যাদি টুলস দেখতে পাবেন। General ক্লিক করলে ইন্টারফেসে Dashboard, Features, integrations, Webmaster Tools, Crawl Settings ইত্যাদি ফিচার দেখতে পাবেন। এখানে Features এ ক্লিক করে নিচের প্রিমিয়াম গুলো বাদে সব গুলো অন করে দিন এবং সেভ চেঞ্জে ক্লিক করুন। integrations কোন কাজ নেই। Webmaster Tools থেকে Bing verification code এবং Google verification Code এর কাজ করতে হবে। বিং ভেরিভেকিশন কোডের নিচে Bing webmaster tools এ ক্লিক করুন। বিং ওয়েব মাষ্টার সাইটে নিয়ে যাবে। সেখানে আপনার ইনেস্ট্রাকশন ফলো করে অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিংক বসিয়ে দিলে একটি কোড পাবেন। সেই কোড এখানে এসে বসে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করুন। তারপর বিংয়ে গিয়ে ভেরিফিকেশনে ক্লিক করুন তাহলে বিংয়ের কাজ শেষ। তারপর গুগলের কাজ করবেন। গুগল ভেরিফিকেশন কোডের ঘরের নিচে Google Search Console এ ক্লিক করলে সার্চ কনসোলের পেজে নিয়ে যাবে। সেখানে আপনার ওয়েবসাইটে লিংক বসে কনটিনিউ করুন। তারপর আপনাকে একটি এইচ টি এম এল কোড দিবে, যে কোড দিবে সে কোডের ইনভারটেড কমার মধ্যের অংশ এখানে বসে সেভ চেঞ্জে ক্লিক করুন এবং সার্চ কনসোলে গিয়ে ভেরিফাইয়ে ক্লিক করুন তাহলে কাজ শেষ। তারপর integrations, Search Appearance, Tools এ আপাততো কাজ না করলেও চলবে। শুধু Social থেকে ফেসবুক, টুইটার এবং পিন্টারেস্টের লিংক বসিয়ে দিন। তাহলে আপনার কাজ শেষ। প্রিমিয়াম ফিচার গুলোতে কোন কিছু করার দরকার নেই। এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে গুগল ভেরিফেকেশন এবং বিং ফেরেফিকেশনের কাজ। এ দুটি কাজ সঠিক ভাবে করতে পারলে যে কেউ গুগলে সার্চ করলে আপনার ওয়েবসা্ইট দেখতে পাবে। (বি: দ্র: এখানে সকল তথ্য বুঝতে না পারলে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন তার সহায়তা নিতে পারেন এবং পাশাপাশি এই আর্টিকেল ফলো করতে পারেন।) উল্লেখ্য নিচে নীল কালারের লেখা ওয়েবসাইট গুগলে ইনডেক্স করার নিয়ম আর্টিকেলটি ক্লিক করে ভালোভাবে পড়ুন তাহলে গুগলে ইনডেক্স করার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।

পড়ুন :

আর্টিকেল এসইও করুন

ওয়েবসাইট গুগলে ইনডেক্স করার নিয়ম

পরিশেষে কথা হচ্ছে ইওস্ট এসইও (Yoast SEO) প্লাগিন অত্যন্ত শক্তিশালী একটি প্লাগিন। এই প্লাগিনের সঠিক ব্যবহার করতে পারলে আপনার ওয়েবসাইট গুগুলের ফাস্ট পেজে আসবে। গুগলের ফাস্ট পেজে আপনার সাইট আসলে যে কেউ সহজে দেখতে পাবে এবং ভিজিটর বৃদ্ধি পাবে। যতো ভিজিটর বেশি আসবে ততো আপনার ওয়েবসাইটের দ্রুত র‌্যান্ক বৃদ্ধি পাবে। একটি ওয়েবসাইটের প্রান হলো ভিজিটর। ভিজিটর বৃদ্ধি তো আপনার ওয়েবসাইট হিট। তাই আপনার সাইটে ভালো ভালো কন্টেন্ট আপলোড দিবেন এবং ভিজিটর আনার চেষ্টা করবেন।

Related posts

12 Thoughts to “ওয়েবসাইটে ইওস্ট এসইও (Yoast SEO) প্লাগিনের ব্যবহার”

  1. Ԝhy users ѕtіll mɑke use off to read news papers whеn in tһis technological ԝorld the whoⅼe tһing is availabl on web?

    Stߋp by my pɑge :: cara beli followers ig

  2. casino Mostbet India

    Banned in India bookmaker Mostbet again got into a scandal. Its creators gave the inhabitants of India one million euros.
    Mostbet casino

  3. aviator betano hack

    The Aviator regatta is a popular slot motor for gambling for the benefit of real and play legal tender, represented in the portfolio of a leviathan many of online casinos. In a runty time of presence, the opening has already won an impressive number of fans.
    aviator-casino-game

  4. Mostbet

    Banned in Brasil, the bookmaker and cassino Mostbet br again fell into a scandal. Its creators gave the residents of India bonuses and gifts of one million brazil real.
    Mostbet casino

  5. mostbet Brasil

    Banned in Brasil, the bookmaker and cassino Mostbet br again fell into a scandal. Its creators gave the residents of India bonuses and gifts of full million brazil real.
    mostbet apk

  6. 1win

    Mobile Television Permits Cut Online Through Peeker or official website exciting resource. to the Customer easily accessible shizd required functions and in mobile
    1win сайт

  7. 1win апк

    Mobile Television Allows Cut Online After Mirror or ceremonial website purposeful resource. Visitor easily accessible all necessary functions (a) also on mobile
    1win апк

  8. 1win bet

    Regardless of the method you choose, 1Gain India is an opportunity to start playing in a barrel new sell and a precisely different attitude towards the drug who uses their services. How do I log in to 1Win?
    1win-indian.in

  9. Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races
    usd Buy Sell bd

  10. Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races
    dollar Buy Sell bd

Leave a Comment